মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৭৪
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৪। হযরত ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বনী আদমের প্রতি রয়েছে শয়তানের একটি খোঁচা আর ফিরিশতারও রয়েছে একটি খোঁচা। সুতরাং শয়তানের খোঁচা হল মন্দের ভয় দেখানো এবং সত্য অস্বীকার করা। আর ফিরিশতার খোঁচা হল মঙ্গলের সুসংবাদ প্রদান এবং সত্যকে সত্যায়ন করা। অতএব যে এটা অনুভব করে তার উচিত আল্লাহর হামদ করা এবং এটাকে আল্লাহর তরফ থেকে বলে মনে করা। আর যে অন্যটি অনুভব করে, তাহলে সে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাইবে। এরপর তিনি (ﷺ) কোরআনের নিম্ন আয়াত তেলাওয়াত করেন- الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ ويأمركم بالفحشاء “শয়তান তোমাদের অভাবের ভয় দেখায় এবং বদকার্য করার হুকুম দেয়।” (তিরমিযী) তিনি বলেন, হাদীসটি গরীব।
باب الوسوسة - الفصل الثاني
وَعَن بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ لِلشَّيْطَانَ لَمَّةً بِابْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانَ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فَإِيعَادٌ بِالْخَيْرِ وَتَصْدِيقٌ بِالْحَقِّ فَمَنْ وَجَدَ ذَلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ من الله فليحمد اللَّهَ وَمَنْ وَجَدَ الْأُخْرَى فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثُمَّ قَرَأَ (الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ ويأمركم بالفحشاء)
الْآيَة)
أخرجه التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث حسن غَرِيب
الْآيَة)
أخرجه التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث حسن غَرِيب
