মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৭৩
- ঈমানের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৩। হযরত ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এক লোক এসে বলল, আমার মনে এমন সব কল্পনা আসে, তা প্রকাশ করা অপেক্ষা আমি আগুনে জ্বলে কয়লা হয়ে যাওয়া বেশী পছন্দ করি। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, সকল প্রশংসা সেই আল্লাহ্ যে এর বিষয়টি কুমন্ত্রণার দিকে ফিরিয়ে দিয়েছেন। (আবু দাউদ)
كتاب الإيمان
باب الوسوسة -الفصل الثاني
عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَاءَهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي أُحَدِّثُ نَفْسِي بِالشَّيْءِ لَأَنْ أَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَتَكَلَّمَ بِهِ. قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ أَمْرَهُ إِلَى الْوَسْوَسَةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৭৩ | মুসলিম বাংলা