মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৭৫
২. দ্বিতীয় অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৭৫। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন, মানুষ পরস্পরে আলোচনা করতে থাকবে, এমনকি বলা হবে, আল্লাহ্ সবকিছু সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ্‌কে কে সৃষ্টি করেছে? যখন লোকেরা এরূপ বলাবলি করবে, তখন তোমরা বলে দিবে- “আল্লাহ্ এক, আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, তিনি জন্মগ্রহণও করেননি এবং তাঁর সমকক্ষও কেউ নেই। তারপর বাম দিকে তিন বার থুথু ফেলবে এবং বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করবে। (আবু দাউদ) এবং আমর ইবনুল আহওয়াস-এর হাদীস আমরা خطبة يوم النحر অধ্যায়ে বর্ণনা করব ইনশায়াল্লাহ তা'আলা।
باب الوسوسة - الفصل الثاني
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: لَا يَزَالُ النَّاسُ يَتَسَاءَلُونَ حَتَّى يُقَالَ: هَذَا خَلَقَ اللَّهُ الْخَلْقَ فَمَنْ خَلَقَ اللَّهَ؟ فَإِذَا قَالُوا ذَلِك فَقولُوا الله أحد الله الصَّمد لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كفوا أحد ثمَّ ليتفل عَن يسَاره ثَلَاثًا وليستعذ من الشَّيْطَان . رَوَاهُ أَبُو دَاوُد وسنذكر حديث عمروبن الأخوص في باب خطبة يوم النحر إن شاء الله تعالى .
tahqiqতাহকীক:তাহকীক চলমান