মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৬৩
২. প্রথম অনুচ্ছেদ - ওয়াসওয়াসা (মনের খটকা)
৬৩। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আমার উম্মতের অন্তরে যা কিছু কুমন্ত্রণা আসে নিশ্চয় আল্লাহ্ পাক তা ক্ষমা করে দেন, যতক্ষণ পর্যন্ত সে তা কাজে পরিণত না করে বা প্রকাশ না করে। (বোখারী, মুসলিম)
بَابُ الْوَسْوَسَةِ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ تَعَالَى تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا وَسْوَسَتْ بِهِ صُدُورُهَا مَا لم تعْمل بِهِ أَو تَتَكَلَّم»
