মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৬৪
২. প্রথম অনুচ্ছেদ - সন্দেহ-সংশয়, কুমন্ত্রণা
৬৪। হযরত আবু হুরায়রাহ (রাযিঃ) বলেন, একদা ক'জন সাহাবী হুযুর (ﷺ)-এর নিকট এসে জিজ্ঞেস করলেন, আমরা আমাদের অন্তরে এমন সব কল্পনা পেয়ে থাকি যা বলা অতীব মারাত্মক। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, প্রকৃতই তোমরা এরূপ কিছু পেয়ে থাক? তাঁরা বললেন, হ্যাঁ। তিনি বললেন, এটাই স্পষ্ট ঈমান। (মুসলিম)
بَابُ الْوَسْوَسَةِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلُوهُ: إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ. قَالَ: «أَو قد وجدتموه» قَالُوا: نعم. قَالَ: «ذَاك صَرِيح الْإِيمَان» . رَوَاهُ مُسلم
