মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ৬২
১. তৃতীয় অনুচ্ছেদ - কাবীরাহ্ (কবিরা) গুনাহ ও মুনাফিক্বীর নিদর্শন
৬২। হযরত হুযায়ফা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মুনাফেকী কেবল রাসূল (ﷺ)-এর সময় ছিল, কিন্তু বর্তমানে হয় ঈমান, না হয় কুফর। (বোখারী)
باب الكبائر وعلامات النفاق - الفصل الثالث
وَعَن حُذَيْفَة قَالَ: إِنَّمَا كَانَ النِّفَاق عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَّا الْيَوْمَ فَإِنَّمَا هُوَ الْكفْر بعد الايمان. رَوَاهُ البُخَارِيّ
