মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৪৮
- ঈমানের অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ
৪৮। হযরত মুআয বিন জাবাল (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি হুযুর (ﷺ)-কে সর্বোৎকৃষ্ট ঈমান সম্পর্কে প্রশ্ন করলে হুযুর (ﷺ) জবাব দেন, ভালবাস তো আল্লাহর জন্য, শত্রু মনে কর তো আল্লাহর জন্য এবং তুমি তোমার জবান আল্লাহর যিকিরে রত রাখ। মুআয (রাযিঃ) বললেন, তা কি, হে আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি লোকদের জন্য তা পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ কর। আর তাদের জন্য তাই অপছন্দ করবে যা নিজের জন্য অপছন্দ কর। (আহমদ)
كتاب الإيمان
الفصل الثالث
وَعَن معَاذ أَنَّهُ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَفْضَلِ الْإِيمَانِ قَالَ: «أَنْ تُحِبَّ لِلَّهِ وَتُبْغِضَ لِلَّهِ وَتُعْمِلَ لِسَانَكَ فِي ذِكْرِ اللَّهِ قَالَ وماذا يَا رَسُول الله قَالَ وَأَن تحب للنَّاس مَا تحب لنَفسك وَتَكْرَهُ لَهُمْ مَا تَكْرَهُ لِنَفْسِكَ» . رَوَاهُ أَحْمَدُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান