মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৪৭
তৃতীয় অনুচ্ছেদ
৪৭। হযরত মুআয ইবন জাবাল (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, পাঁচ ওয়াক্ত নামায পড়ে, রমযানের রোযা রেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাকে মাফ করে দেয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমি কি লোকদের এ সুসংবাদ জানিয়ে দিব না? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, না; বরং তাদের আমল করতে দাও। (আহমদ)
الفصل الثالث
وَعَن مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللَّهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئا يُصَلِّي الْخَمْسَ وَيَصُومُ رَمَضَانَ غُفِرَ لَهُ قُلْتُ أَفَلَا أُبَشِّرُهُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ دَعْهُمْ يَعْمَلُوا» . رَوَاهُ أَحْمد
tahqiqতাহকীক:তাহকীক চলমান