মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২- ঈমানের অধ্যায়

হাদীস নং: ৪৯
১. প্রথম অনুচ্ছেদ - কবীরা গুনাহ ও মুনাফেকীর নিদর্শনসমূহ
৪৯।হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ (রাযিঃ) বলেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোন্‌টি? রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কাউকে আল্লাহর সমকক্ষ রূপে ডাকা। অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। লোকটি বলল, তারপর কোনটি? তিনি বললেন, তোমার সন্তান তোমার সাথে খাবে এ ভয়ে তাকে হত্যা করা। লোকটি বলল, তারপর কোন্‌টি? তিনি বলেন, প্রতিবেশীর বিবির সাথে যেনা করা। একে সত্যায়িত করে আল্লাহ্ পাক কুরআনে বর্ণনা করেন, “যারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, যাকে হত্যা করা আল্লাহ্ নিষিদ্ধ করেছেন তাকে আইনের বিধান ছাড়া হত্যা করে না, আর যেনায় লিপ্ত হয় না…”। (বােখারী, মুসলিম)
بَابُ الْكَبَائِرِ وَعَلَامَاتِ النِّفَاقِ- الفصل الأول
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثمَّ أَي قَالَ ثمَّ أَن تُزَانِي بحليلة جَارك فَأنْزل الله عز وَجل تَصْدِيقَهَا (وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يزنون وَمن يفعل ذَلِك يلق أثاما)

الْآيَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৯ | মুসলিম বাংলা