মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১৮
প্রথম অনুচ্ছেদ
১৮। হযরত উবাদা বিন সামেত (রাযিঃ) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, সে সময় তার চারপাশে একদল সাহাবী তাঁকে ঘিরে বসেছিল- তোমরা আমার হাতে বাইয়াত গ্রহণ কর যে, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, চুরি করবে না, যেনা করবে না, নিজেদের সন্তান হত্যা করবে না, মিথ্যা অপবাদ রটাবে না। সৎকাজে আমার আদেশ অমান্য করবে না। যে এ ওয়াদা পালন করবে সে আল্লাহর নিকট পুরস্কার পাবে। আর যে এ সমস্ত অপরাধে লিপ্ত হবে অতঃপর দুনিয়াতে তাকে তার শাস্তি দেয়া হবে তাহলে সেটা তার কাফ্ফারা হবে। আর যে এর কোন একটি অপরাধ করবে এবং আল্লাহ পাক দুনিয়াতে তা গোপন করে রাখবেন। সে বিষয় আল্লাহর উপর ন্যস্ত থাকবে। তিনি ইচ্ছা করলে মাফ করবেন, আর ইচ্ছা করলে শাস্তি দিবেন। তখন আমরা সবাই এর উপর রাসূলুল্লাহ (ﷺ)-এর হাতে বাইয়াত করলাম। (বোখারী-মুসলিম)
الفصل الاول
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَوْلَهُ عِصَابَةٌ مِنْ أَصْحَابِهِ: بَايَعُونِي عَلَى أَنْ لَا تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلَا تَسْرِقُوا وَلَا تَزْنُوا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ وَلَا تَأْتُوا بِبُهْتَانٍ تَفْتَرُونَهُ بَيْنَ أَيْدِيكُمْ وَأَرْجُلِكُمْ وَلَا تَعْصُوا فِي مَعْرُوفٍ فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ بِهِ فِي الدُّنْيَا فَهُوَ كَفَّارَةٌ لَهُ وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا ثُمَّ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا فَهُوَ إِلَى اللَّهِ: إِنْ شَاءَ عَفَا عَنْهُ وَإِنْ شَاءَ عَاقَبَهُ فَبَايَعْنَاهُ عَلَى ذَلِك
