মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১০
প্রথম অনুচ্ছেদ
১০। হযরত আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, ঐ সত্তার কসম, যার হাতে মুহাম্মাদ (ﷺ)-এর প্রাণ, এ মানবগোষ্ঠীর যে কেউ সে ইহুদী হোক, নাছারা হোক- আমার খবর শুনবে, আর আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার প্রতি ঈমান না এনে মরবে, অবশ্যই সে দোযখবাসী হবে। (মুসলিম)
الفصل الاول
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَا يسمع بِي أحد مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ وَلَا نَصْرَانِيٌّ ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ إِلَّا كَانَ من أَصْحَاب النَّار» . رَوَاهُ مُسلم
