মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২- ঈমানের অধ্যায়
হাদীস নং: ১১
প্রথম অনুচ্ছেদ
১১। হযরত আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, তিন জনের জন্য দ্বিগুণ প্রাপ্য। এক, যে আহলে কিতাব, নিজ নবীর উপর ঈমান এনেছে এবং মুহাম্মাদ (ﷺ)-এর উপরও ঈমান এনেছে। দুই, যে অধীনস্ত দাস, আল্লাহর হক ও তার মনিবের হক আদায় করেছে। তিন, যে তার ক্রীতদাসীর সাথে সঙ্গম করেছে, অতঃপর তাকে উত্তমরূপে সদাচার শিখিয়েছে, উত্তম শিক্ষাদান করেছে। তারপর তাকে মুক্ত করে দিয়ে বিবাহ করেছে। অতএব তার প্রাপ্য দ্বিগুণ। (বুখারী-মুসলিম)
الفصل الاول
وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّدٍ وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ يَطَؤُهَا فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمِهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ
