আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪৯৩
আন্তর্জাতিক নং: ৩৭৬৫
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯৩। ইবনে আবু মারইয়াম (রাহঃ) .... ইবনে আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত, ইবনে আব্বাস (রাযিঃ)- কে বলা হল, আপনি আমীরুল মু’মিনীন মু‘আবিয়া (রাযিঃ)- এর সাথে এ বিষয় আলাপ করবেন কি? যেহেতু তিনি বিতর নামায এক রাকআত মিলিয়ে আদায় করেছেন। ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তিনি (তাঁর দৃষ্টিতে) ঠিকই করেছেন, কেননা তিনি নিজেই একজন ফকীহ্।
كتاب المناقب
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3765 - حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعُ بْنُ عُمَرَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، قِيلَ لِابْنِ عَبَّاسٍ: " هَلْ لَكَ فِي أَمِيرِ المُؤْمِنِينَ مُعَاوِيَةَ، فَإِنَّهُ [ص:29] مَا أَوْتَرَ إِلَّا بِوَاحِدَةٍ؟ قَالَ: «أَصَابَ، إِنَّهُ فَقِيهٌ»