আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৬৬
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯৪। আমর ইবনে আব্বাস (রাহঃ) .... মু‘আবিয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা এমন এক নামায আদায় কর, আমরা (দীর্ঘদিন) নবী কারীম (ﷺ)- এর সাহচর্য লাভ করেছি আমরা তাঁকে তা আদায় করতে দেখিনি, বরং তিনি এ দু’রাক'আত নামায আদায় করতে নিষেধ করেছেন। অর্থাৎ আসরের পর দু’রাকআত (নফল)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন