আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৪৯২
আন্তর্জাতিক নং: ৩৭৬৪
২১০৮. মু‘আবিয়া (রাযিঃ)- এর আলোচনা
৩৪৯২। হাসান ইবনে বিশর (রাহঃ) .... ইবনে আবু মুলায়কা (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার মু‘আবিয়া (রাযিঃ) ইশার নামাযের পর এক রাকআত মিলিয়ে বিতরের নামায আদায় করেন। তখন তাঁর নিকট ইবনে আব্বাসের আযাদকৃত গোলাম উপস্থিত ছিলেন। তিনি ইবনে আব্বাস (রাযিঃ)- এর নিকট ঘটনাটি বর্ণনা করেন, তখন ইবনে আব্বাস (রাযিঃ) বললেন, তাঁকে কিছু বলো না, কেননা তিনি রাসূলুল্লাহ (ﷺ)- এর সাহচর্য লাভে ধন্য হয়েছেন।
باب ذِكْرُ مُعَاوِيَةَ رضى الله عنه
3764 - حَدَّثَنَا الحَسَنُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا المُعَافَى، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ: أَوْتَرَ مُعَاوِيَةُ بَعْدَ العِشَاءِ بِرَكْعَةٍ، وَعِنْدَهُ مَوْلًى لِابْنِ عَبَّاسٍ، فَأَتَى ابْنَ عَبَّاسٍ فَقَالَ: «دَعْهُ فَإِنَّهُ قَدْ صَحِبَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৩৪৯২ | মুসলিম বাংলা