আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৪৯১
আন্তর্জতিক নং: ৩৭৬৩
পরিচ্ছেদঃ ২১০৭. আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)- এর মর্যাদা
৩৪৯১। মুহাম্মাদ ইবনে আলা (রাহঃ) .... আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মুসা আশআরী (রাযিঃ)- কে বলতে শুনেছি যে, আমি এবং আমার ভাই ইয়ামান থেকে মদীনায় আগমন করি এবং বেশ কিছুদিন মদীনায় অবস্থান করি। তখন আমরা মনে করতাম যে, আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) নবী কারীম (ﷺ)- এর পরিবারেরই একজন সদস্য। কেননা আমরা তাঁকে এবং তাঁর মাকে অহরহ নবী কারীম (ﷺ)- এর ঘরে যাতায়াত করতে দেখতাম।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন