আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৭৮
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৮. আবুল আওয়াস বলেন, হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রাযিঃ) বলিয়াছেনঃ সাবধান ঐ দুইটি ঘুঁটি হইতে সাবধান, যে ঘুঁটিগুলি থাকে চিহ্নিত এবং ঐগুলি (খেলার সময়) নিক্ষেপ করা হইয়া থাকে । মনে রাখিও, ঐগুলি হইতেছে জুয়া। [অর্থাৎ জুয়ার উপকরণ]
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا مُعْتَمِرٌ قَالَ‏:‏ سَمِعْتُ عَبْدَ الْمَلِكِ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ‏:‏ إِيَّاكُمْ وَهَاتَيْنِ الْكَعْبَتَيْنِ الْمَوْسُومَتَيْنِ اللَّتَيْنِ يُزْجَرَانِ زَجْرًا، فَإِنَّهُمَا مِنَ الْمَيْسِرِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৭৮ | মুসলিম বাংলা