আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৭৭
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৭. হযরত আবু মুসা আশ্’আরী (রাযিঃ) বলেন, যে ব্যক্তি পাশা খেলা খেলিল, সে আল্লাহ্ ও তদীয় রাসূলের না-ফরমানী করিল।
بَابُ إِثْمِ مَنْ لَعِبَ بِالنَّرْدِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ مُوسَى بْنِ مَيْسَرَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ: مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ.
