আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১২৭৯
৬১৫- দাবা/পাশা খেলোয়াড়ের পাপ।
১২৭৯. হযরত আবু বুয়ায়দার পিতা বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন : যে পাশা ঘুঁটি দিয়া খেলা করে সে যেন শূকরের রক্তমাংসে নিজের হাত রঞ্জিত করিল।
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَقَبِيصَةُ، قَالاَ‏:‏ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১২৭৯ | মুসলিম বাংলা