আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৫৮
২১০৬. আবু হুযাইফা (রাযিঃ)- এর মাওলা (আযাদকৃত গোলাম) সালিম (রাযিঃ)- এর মর্যাদা
৩৪৮৭। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... মাসরূক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ)- এর মজলিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ)- এর আলোচনা হলে তিনি বললেন, আমি এই ব্যক্তিকে ঐদিন থেকে অত্যন্ত ভালবাসি যেদিন রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি, তোমরা চার ব্যক্তি থেকে কুরআন শিক্ষা কর, আব্দুল্লাহ ইবনে মাসউদ সর্বপ্রথম তাঁর নাম উল্লেখ করলেন, আবু হুযাইফা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম সালিম, উবাই ইবনে কা‘ব (রাযিঃ) ও মু‘আয ইবনে জাবাল (রাযিঃ) থেকে। শেষোক্ত দু’জনের মধ্যে কার নাম আগে উল্লেখ করছিলেন শুধু এ কথাটুকু আমার স্মরণ নেই।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন