আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৭৫৭
২১০৫. খালিদ ইবনে ওয়ালীদ (রাযিঃ)- এর মর্যাদা
৩৪৮৬। আহমদ ইবনে ওয়াকিদ (রাহঃ) .... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ) (মুতা যুদ্ধে শাহাদাত বরণকারী যায়দ (ইবনে হারিসা) জাফর (ইবনে আবু তালিব) ও (আব্দুল্লাহ) ইবনে রাওয়াহা (রাযিঃ)-এর মৃত্যু সংবাদ যুদ্ধক্ষেত্র থেকে আসার পূর্বেই আমাদিগকে শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, যায়দ (রাযিঃ) পতাকা ধারণ করে শাহাদাত বরণ করেছেন। তারপর জাফর (রাযিঃ) পতাকা ধারণ করে শাহাদাতের মর্যাদা লাভ করলেন। এরপর আব্দুল্লাহ ইবনে রাহওয়া (রাযিঃ) পতাকা হাতে নিয়ে শাহাদাত বরণ করলেন। তিনি যখন এ কথাগুলি বলছিলেন তখন তার উভয় চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছিল। (এরপর বললেন) আল্লাহ তাআলার অন্যতম বিশিষ্ট তরবারী (খালিদ ইবনে ওয়ালিদ (রাযিঃ)) পতাকা উঠিয়েছিলেন অবশেষে আল্লাহ মুসলমানগণকে বিজয় দান করেছেন।
