আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৯- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৪৮৫
আন্তর্জাতিক নং: ৩৭৫৬
২১০৪. (আব্দুল্লাহ) ইবনে আব্বাস (রাযিঃ)- এর মর্যাদা
৩৪৮৫। আবু মামার (রাহঃ) .... আব্দুল ওয়ারিস (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, (নবী (ﷺ) এ কথাটিও বলেছিলেন) ইয়া আল্লাহ্, তাকে কিতাবের (কুরআনের) জ্ঞান দান করুন।
মুসা (রাযিঃ) .... খালিদ (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। ইমার বুখারী (রাহঃ) বলেন الحكمة অর্থ নবুওয়াতের বিষয় ব্যতীত অন্যান্য বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌছা।
باب مَنَاقِبُ ابْنِ عَبَّاسٍ رضى الله عنهما
3756 - حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، وَقَالَ: «عَلِّمْهُ الكِتَابَ» ، حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ خَالِدٍ مِثْلَهُ، قَالَ البُخَارِيُّ وَالحِكْمَةُ الإِصَابَةُ فِي غَيْرِ النُّبُوَّةِ "
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৩৪৮৫ | মুসলিম বাংলা