আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৫৫
৫৯৯. খাত্না উপলক্ষে খেলাধূলা ও আমোদ-প্রমোদ
১২৫৫. হযরত উম্মে আলকামা বর্ণনা করেন যে, হযরত আয়েশা (রাযিঃ)-এর ভাইঝিদের খাত্না হইল । তখন হযরত আয়েশা (রাযিঃ)-কে বলা হইলঃ ইহাদিগকে লইয়া আমোদ-প্রমোদ করার জন্য কি আমরা কাহাকেও ডাকিয়া লইব না? তিনি বলিলেনঃ হ্যাঁ। তিনি আদীকে আনিবার জন্য লোক পাঠাইলেন। আদী তাহাদের নিকট আসিয়া পৌছিল। হযরত আয়েশা (রাযিঃ) ঘরে আসিয়া দেখিলেন সে গান গাহিতেছে এবং গানের নেশায় তন্ময় হইয়া মাথা নাড়িতেছে। সে ছিল ঝোঁপড়া চুলবিশিষ্ট। [তাই তাহার এই মাথা নাড়ায় অবিন্যস্ত চুলে তাহাকে কিম্ভুৎকিমাকার দেখাইতেছিল।] তিনি তখন বলিলেন, উহু! কী শয়তান! উহাকে বাহির করিয়া দাও ! উহাকে বাহির করিয়া দাও !!
بَابُ اللَّهْوِ فِي الْخِتَانِ
حَدَّثَنَا أَصْبَغُ قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ بُكَيْرًا حَدَّثَهُ، أَنَّ أُمَّ عَلْقَمَةَ أَخْبَرَتْهُ، أَنَّ بَنَاتَ أَخِي عَائِشَةَ اخْتُتِنَّ، فَقِيلَ لِعَائِشَةَ: أَلاَ نَدْعُو لَهُنَّ مَنْ يُلْهِيهِنَّ؟ قَالَتْ: بَلَى. فَأَرْسَلْتُ إِلَى عَدِيٍّ فَأَتَاهُنَّ، فَمَرَّتْ عَائِشَةُ فِي الْبَيْتِ فَرَأَتْهُ يَتَغَنَّى وَيُحَرِّكُ رَأْسَهُ طَرَبًا، وَكَانَ ذَا شَعْرٍ كَثِيرٍ، فَقَالَتْ: أُفٍّ، شَيْطَانٌ، أَخْرِجُوهُ، أَخْرِجُوهُ.
