আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৫৪
৫৯৮. খাত্না উপলক্ষে দাওয়াত
১২৫৪. হযরত সালিম (রাযিঃ) বলেন, হযরত ইব্ন উমর (রাযিঃ) আমার এবং নঈমের খাত্না করান এবং এই উপলক্ষে একটি মেষ যবাহ্ করেন। আমার বেশ মনে আছে, ছেলেদের মধ্যে এই নিয়া আমি গর্ব প্রকাশ করিতাম যে, আমার খাত্না উপলক্ষে একটি মেষ যবাহ্ করা হইয়াছে।
بَابُ الدَّعْوَةِ فِي الْخِتَانِ
حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ قَالَ: أَخْبَرَنِي سَالِمٌ قَالَ: خَتَنَنِي ابْنُ عُمَرَ أَنَا وَنُعَيْمًا، فَذَبَحَ عَلَيْنَا كَبْشًا، فَلَقَدْ رَأَيْتُنَا وَإِنَّا لَنَجْذَلُ بِهِ عَلَى الصِّبْيَانِ أَنْ ذَبَحَ عَنَّا كَبْشًا.
