১২৫৩. হযরত আব্দুল ওয়াহিদ বর্ণনা করেন যে, আমাকে কূফার জনৈকা বৃদ্ধা আলী ইব্ন গুরাবের দাদী বলিয়াছেন, আমার কাছে বিবি উম্মুল মুহাজির বলিয়াছেন, রূমের যুদ্ধে আমি অন্যান্য কতিপয় দাসীর সাথে বন্দিনী অবস্থায় আসি। হযরত উসমান (রাযিঃ) আমাদিগকে ইসলাম গ্রহণের দাওয়াত দিলেন। আমিও অপর একজন দাসী ব্যতিরেকে আর কেহই কিন্তু এই দাওয়াতে সাড়া দিয়া ইসলাম গ্রহণ করিল না । তখন উসমান (রাযিঃ) বলিলেনঃ উহাদিগকে লইয়া যাও, উহাদের খাত্নার ব্যবস্থা কর এবং উহাদিগকে পবিত্র কর!