আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১২৫৬
৬০০ বিধর্মীর দাওয়াত
১২৫৬. হযরত উমর (রাযিঃ)-এর ভৃত্য আসলাম (রাযিঃ) বর্ণনা করেন, হযরত উমর ইবনুল খাত্তাবের সাথে যখন আমরা সিরিয়ায় পদার্পণ করিলাম, তখন তাঁহার নিকট জনৈক বিধর্মী সর্দার আসিয়া বলিলঃ হে আমীরুল মু’মিনীন ! আমি আপনার জন্য ভোজের আয়োজন করিয়াছি, আমার একান্তই কাম্য হইল আপনার সম্ভ্রান্ত সঙ্গী-সাথীগণ সহ আমার কুটিরে পদধূলি দান করিবেন। উহা আমার শক্তিও মর্যাদার কারণ হইবে। উত্তরে হযরত উমর (রাযিঃ) বলিলেনঃ তোমাদের গীর্জাসমূহে (এবং গৃহসমূহে) রক্ষিত চিত্রগুলি বর্তমান থাকিতে তোমার গৃহ প্রবেশে তথা নিমন্ত্রণ রক্ষা করিতে আমরা অপারগ।
بَابُ دَعْوَةِ الذِّمِّيِّ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ نَافِعٍ، عَنْ أَسْلَمَ مَوْلَى عُمَرَ قَالَ: لَمَّا قَدِمْنَا مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ الشَّامَ أَتَاهُ الدِّهْقَانُ قَالَ: يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، إِنِّي قَدْ صَنَعْتُ لَكَ طَعَامًا، فَأُحِبُّ أَنْ تَأْتِيَنِي بِأَشْرَافِ مَنْ مَعَكَ، فَإِنَّهُ أَقْوَى لِي فِي عَمَلِي، وَأَشْرَفُ لِي، قَالَ: إِنَّا لاَ نَسْتَطِيعُ أَنْ نَدْخُلَ كَنَائِسَكُمْ هَذِهِ مَعَ الصُّوَرِ الَّتِي فِيهَا.
