আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৩৩
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৩. হযরত আনাস ইব্ন সীরীন (রাহঃ) বলেন, একদা আমি হযরত ইব্ন উমর (রাযিঃ)-এর পক্ষ হইতে পত্র লিখিতেছিলাম। তিনি আমাকে বলিলেন, হ্যাঁ, লিখ , 'বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম' । অতঃপর অমুকের প্রতি।
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ: كَتَبْتُ لِابْنِ عُمَرَ، فَقَالَ: اكْتُبْ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، أَمَّا بَعْدُ: إِلَى فُلانٍ.
