আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৩৪
৫২৯. পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩৪ . আনাস ইব্‌ন সীরীন (রাহঃ) বলেন,এক ব্যাক্তি হযরত ইব্‌ন উমরের সম্মুখে লিখিল "বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম" , অমুকের প্রতি। তখন তিনি তাহাকে বারণ করিয়া বলিলেন,বরং বল, বিস্‌মিল্লাহ্‌ এবং উহা তাঁহারই উদ্দেশ্য। (অমুকের প্রতি বিস্‌মিল্লাহ্‌আবার কি?)
وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ قَالَ‏:‏ كَتَبَ رَجُلٌ بَيْنَ يَدَيِ ابْنِ عُمَرَ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِفُلاَنٍ، فَنَهَاهُ ابْنُ عُمَرَ وَقَالَ‏:‏ قُلْ‏:‏ بِسْمِ اللهِ، هُوَ لَهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান