আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১১৩২
৫২৯. অনুচ্ছেদঃ পত্রের প্রারাম্ভে কী লেখা হইবে?
১১৩২।হযরত নাফি 'বর্ণনা করেন যে, একদা হযরত ইব্ন উমরের হযরত মু'আবিয়ার কাছে কোন এক প্রয়োজন পড়িল। তখন তিনি তাঁহাকে পত্র লিখিতে মনস্থ করিলেন। তখন তাঁহার পাশ্বর্চগণ তাঁহাকে বলিলেনঃ (কোন প্রকার ভূমিকা ও শ্রদ্ধা নিবেদন ব্যতিরেকেই) সরাসরি তাঁহার নামে পত্র শুরু করুন! তাহাদের এই জেদ অব্যাহিত রহিল। কিন্তু তিনি লিখিলেনঃ বিস্মিল্লাহির রাহ্মানির রাহীম! মু'আবিয়ার প্রতি।
بَابُ: بِمَنْ يَبْدَأُ فِي الْكِتَابِ؟
حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ نَافِعٍ قَالَ: كَانَتْ لِابْنِ عُمَرَ حَاجَةٌ إِلَى مُعَاوِيَةَ، فَأَرَادَ أَنْ يَكْتُبَ إِلَيْهِ، فَقَالُوا: ابْدَأْ بِهِ، فَلَمْ يَزَالُوا بِهِ حَتَّى كَتَبَ: بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، إِلَى مُعَاوِيَةَ.
