আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৩১
৫২৮. পত্রে শুরুতে 'বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম' লিখা
১১৩১ . হযরত আবু মাস্‌উদ জারীরী (রাযিঃ) বলেন, এক ব্যাক্তি হযরত হাসানকে নামাযে 'বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম' পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি জবাবে বলেন,উহা তো পত্রসমূহের শিরোনামা।
حَدَّثَنَا مُحَمَّدٌ الأَنْصَارِيُّ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو مَسْعُودٍ الْجُرَيْرِيُّ قَالَ‏:‏ سَأَلَ رَجُلٌ الْحَسَنَ عَنْ قِرَاءَةِ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ‏؟‏ قَالَ‏:‏ تِلْكَ صُدُورُ الرَّسَائِلِ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান