আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১৩০
৫২৮. পত্রে শুরুতে 'বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম' লিখা
১১৩০. খারিজা ইব্‌ন যায়িদ, হযরত যায়িদ ইব্‌ন সাবিতের পরিবারবর্গের জনৈক প্রবীণ বুজুর্গ প্রমুখাৎ বর্ণনা করেন যে,যায়িদ (রাযিঃ) (আমির মু'আবিয়াকে) এইরূপ পত্র লিখেনঃ বিস্‌মিল্লাহির রাহ্‌মানির রাহীম । আল্লাহ্‌র বান্দা আমীরুল মু'মিনীন মু'আবিয়ার প্রতি,আপনার উপর শান্তি ও কল্যাণ বর্ষিত হউক! আমি সেই আল্লাহ্‌র প্রশংসা করিতেছি-যিনি ব্যতীত অপর কোন ইলাহ্‌ নাই। বাদ সমাচার এই যে,...
بَابُ صَدْرِ الرَّسَائِلِ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا ابْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدٍ، عَنْ كُبَرَاءِ آلِ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَتَبَ بِهَذِهِ الرِّسَالَةِ‏:‏ بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ، لِعَبْدِ اللهِ مُعَاوِيَةَ أَمِيرِ الْمُؤْمِنِينَ، مِنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، سَلاَمٌ عَلَيْكَ أَمِيرَ الْمُؤْمِنِينَ وَرَحْمَةُ اللهِ، فَإِنِّي أَحْمَدُ إِلَيْكَ اللَّهَ الَّذِي لا إِلَهَ إلا هُوَ، أَمَّا بَعْدُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান