আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১১২৯
৫২৭. 'বাদ সমাচার' লেখা
১১২৯. হিশাম ইব্‌ন উরওয়া বলেন, আমি নবী করীম (ﷺ)- এর বেশ কয়েখানা পত্র দেখিয়াছি। যখনই কোন ঘটনা বলা শেষ হইত অমনি তিনি বলিতেন, আম্মা বা'দ (বাদ সমাচার এই যে,)।
حَدَّثَنَا رَوْحُ بْنُ عَبْدِ الْمُؤْمِنِ، قَالَ‏:‏ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ قَالَ‏:‏ رَأَيْتُ رَسَائِلَ مِنْ رَسَائِلِ النَّبِيِّ صلى الله عليه وسلم، كُلَّمَا انْقَضَتْ قِصَّةٌ قَالَ‏:‏ أَمَّا بَعْدُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১১২৯ | মুসলিম বাংলা