আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮২৬
৩৬১- আছিয়া নাম পরিবর্তন করা।
৮২৬. হযরত ইব্‌ন উমর (রাযিঃ) বলেন, নবী করীম (ﷺ) আছিয়া নাম পরিবর্তন করিয়া ফেলেন এবং বলেন, তুমি (আছিয়া নও) জামীলা-সুন্দরী। ৩
بَابُ تَحْوِيلِ اسْمِ عَاصِيَةَ
حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنْ عُبَيْدِ اللهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ غَيْرَ اسْمَ عَاصِيَةَ وَقَالَ‏:‏ أَنْتِ جَمِيلَةُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

৩. এই আছিয়া শব্দের বানান হইতেছে (عاصية) অর্থ পাপিষ্ট। ফেরাউনের স্ত্রী পুণ্যবতী আসিয়ার নামের বানান ভিন্নতর (اسيه)। জামীলা শব্দের অর্থ সুন্দরী।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন