আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮২৫
৩৬০- কোন ব্যক্তিকে তাহার পছন্দনীয় নামে ডাকা
৮২৫. হানযালা ইব্ন হুযায়ম বলেন, কোন ব্যক্তিকে তাহার সবচাইতে প্রিয় নামে ও উপনামে ডাকাই নবী করীম (ﷺ)-এর নিকট বেশী পছন্দনীয় ছিল। ২
باب يدعى الرجل بأحب الأسماء إليه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْقُرَشِيُّ، قَالَ: حَدَّثَنَا ذَيَّالُ بْنُ عُبَيْدِ بْنِ حَنْظَلَةَ قَالَ: حَدَّثَنِي جَدِّي حَنْظَلَةُ بْنُ حِذْيَمَ قَالَ: كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْجِبُهُ أَنْ يُدْعَى الرَّجُلُ بِأَحَبِّ أَسْمَائِهِ إِلَيْهِ، وَأَحَبِّ كُنَاهُ.
হাদীসের ব্যাখ্যা:
২. উপনাম শব্দটি আরবীতে কুনিয়ত শব্দের প্রতিশব্দ রূপে ব্যবহার করা হইয়াছে। কিন্তু কুনিয়ত শব্দের শাব্দিক অর্থ সম্বোধন যুক্ত নয়। যেমন হযরত আলীকে ডাকা হইত আবুল হাসান বা হাসানের পিতা বলিয়া। অমুকের বাপ অমুকের মা ইত্যাদি হইতেছে এই কুনিয়াত বা নামের পরিবর্তে ব্যবহৃত সম্বোধন যুক্ত নাম।
