আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৮২৪
৩৫৯- অপরকে ক্ষুদ্রতা বাচক নামে ডাকা
৮২৪. তালক ইব্‌ন হাবীব বলেন, আমি শাফা’আত বা কিয়ামতের দিন একের ব্যাপারে অপরের সুপারিশের ব্যাপারটিকে সবচাইতে বেশী জোরেশোরে অস্বীকার করিতাম। একদা আমি হযরত জাবির (রাযিঃ)-কে এ ব্যাপারে প্রশ্ন করিলাম। তিনি বলিলেন, হে তুলায়ক, আমি নবী করীম (ﷺ)-কে বলিতে শুনিয়াছিঃ একদল লোক (মানে শাফা’আতপ্রাপ্তরা) দোযখে যাওয়ার পর সেখান হইতে বাহির হইবে, তুমি যাহা পড় আমরা তো তাহাই পড়ি। (তবে তোমার একার সন্দেহের কারণ কি, তাহা তো আমাদের বোধগম্য হয় না।)১
بَابُ مَنْ دَعَا آخَرَ بِتَصْغِيرِ اسْمِهِ
حَدَّثَنَا مُوسَى، قَالَ‏:‏ حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ الْفَضْلِ، عَنْ سَعِيدِ بْنِ الْمُهَلَّبِ، عَنْ طَلْقِ بْنِ حَبِيبٍ قَالَ‏:‏ كُنْتُ أَشَدَّ النَّاسِ تَكْذِيبًا بِالشَّفَاعَةِ، فَسَأَلْتُ جَابِرًا، فَقَالَ‏:‏ يَا طُلَيْقُ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ‏:‏ يَخْرُجُونَ مِنَ النَّارِ بَعْدَ دُخُولٍ، وَنَحْنُ نَقْرَأُ الَّذِي تَقْرَأُ‏.‏

হাদীসের ব্যাখ্যা:

১. তালককে তুলায়ক, আবদকে উবায়দ, জাবিরকে জুবায়র বলায় অর্থগত তারতম্য সামান্য যে পরিবর্তন সূচিত হয় উপরোক্ত রূপ পরিবর্তনের তাহা হইল সাধারণত তুচ্ছার্থে স্লেহের প্রকাশ বুঝাইতে এরূপ করা হয়। আরবীতে ইহাকে বলে তাসগীর বা ছোট করিয়া দেখানো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৮২৪ | মুসলিম বাংলা