আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮২৭
৩৬১- আছিয়া নাম পরিবর্তন করা।
৮২৭. মুহাম্মাদ ইব্ন আম্র ইব্ন আতা বলেন, তিনি একদা যায়নাব বিন্তে আবু সালমার ঘরে গেলে যায়নাব তাহাকে তাহার সাথের বোনটির নাম কি জিজ্ঞাসা করেন। তিনি বলেনঃ আমি বলিলাম, তাহার নাম বার্রাহ (পুণ্যবতী)। তিনি বলিলেনঃ ইহার নাম পরিবর্তন কর। কেননা নবী করীম (ﷺ) যখন যায়নাব বিনতে জাহশকে বিবাহ করিলেন তখন তাহার নাম ছিল বার্রাহ। নবী করীম (ﷺ) উহা পরিবর্তন করিয়া তাহার নাম যায়নাব রাখেন।
অতঃপর তিনি যখন উম্মে সালামাকে বিবাহ করার পর তাহার ঘরে গেলেন, আর তখন আমার নাম ছিল বার্রাহ। আমাকে এই নামে উম্মে সালামাকে ডাকিতে তিনি শুনিতে পাইলেন। তখন বলিলেনঃ দেখ নিজেদিগকে পুণ্যাত্মা পুণ্যবতী বলিয়া জাহির করিও না, কেননা কে পুণ্যবতী আর কে পাপিষ্ঠা তাহা আল্লাহ্ই সমধিক জ্ঞাত। বরং উহার নাম যায়নাব রাখ। তখন তিনি (উম্মে সালামা) বলিলেনঃ ঠিক আছে তাহার নাম যায়নাবই রাখা হইল। তখন আমি তাহাকে বলিলাম (নতুনভাবে) উহার মানে আমার বোনটির নামকরণ করিয়া দিন। তিনি বলিলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) পরিবর্তন করিয়া যে নাম রাখিয়া দিলেন, উহাই তুমি রাখিয়া দাও। তাহার নাম যায়নাব রাখিয়া দাও।
অতঃপর তিনি যখন উম্মে সালামাকে বিবাহ করার পর তাহার ঘরে গেলেন, আর তখন আমার নাম ছিল বার্রাহ। আমাকে এই নামে উম্মে সালামাকে ডাকিতে তিনি শুনিতে পাইলেন। তখন বলিলেনঃ দেখ নিজেদিগকে পুণ্যাত্মা পুণ্যবতী বলিয়া জাহির করিও না, কেননা কে পুণ্যবতী আর কে পাপিষ্ঠা তাহা আল্লাহ্ই সমধিক জ্ঞাত। বরং উহার নাম যায়নাব রাখ। তখন তিনি (উম্মে সালামা) বলিলেনঃ ঠিক আছে তাহার নাম যায়নাবই রাখা হইল। তখন আমি তাহাকে বলিলাম (নতুনভাবে) উহার মানে আমার বোনটির নামকরণ করিয়া দিন। তিনি বলিলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) পরিবর্তন করিয়া যে নাম রাখিয়া দিলেন, উহাই তুমি রাখিয়া দাও। তাহার নাম যায়নাব রাখিয়া দাও।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ، وَسَعِيدُ بْنُ مُحَمَّدٍ، قَالاَ: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ، أَنَّهُ دَخَلَ عَلَى زَيْنَبَ بِنْتِ أَبِي سَلَمَةَ، فَسَأَلَتْهُ عَنِ اسْمِ أُخْتٍ لَهُ عِنْدَهُ؟ قَالَ: فَقُلْتُ: اسْمُهَا بَرَّةُ، قَالَتْ: غَيِّرِ اسْمَهَا، فَإِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَكَحَ زَيْنَبَ بِنْتَ جَحْشٍ وَاسْمُهَا بَرَّةُ، فَغَيَّرَ اسْمَهَا إِلَى زَيْنَبَ، وَدَخَلَ عَلَى أُمِّ سَلَمَةَ حِينَ تَزَوَّجَهَا، وَاسْمِي بَرَّةُ، فَسَمِعَهَا تَدْعُونِي: بَرَّةَ، فَقَالَ: لاَ تُزَكُّوا أَنْفُسَكُمْ، فَإِنَّ اللَّهَ هُوَ أَعْلَمُ بِالْبَرَّةِ مِنْكُنَّ وَالْفَاجِرَةِ، سَمِّيهَا زَيْنَبَ، فَقَالَتْ: فَهِيَ زَيْنَبُ، فَقُلْتُ لَهَا: سَمِّي، فَقَالَتْ: غَيِّرْهُ إِلَى مَا غَيَّرَ إِلَيْهِ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم، فَسَمِّهَا زَيْنَبَ.
