আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৮২৮
৩৬২- সারম নাম পরিবর্তন করা।
৮২৮. আবু আব্দুর রহমান বলেন, তাহার পিতা সাঈদ মাখযুমীর পূর্ব নাম ছিল সারম (কর্তনকারী বা সম্পর্ক ছিন্নকারী)। নবী করীম (ﷺ) তাহ্যাঁর নামকরণ করেন সাঈদ (ভাগ্যবান)। উক্ত আব্দুর রহমান বলেন, আমার দাদা আমার নিকট বর্ণনা করিয়াছেনঃ আমি হযরত উসমান (রাযিঃ)-কে মসজিদে হেলান দিয়া বসা অবস্থায় দেখিয়াছি।
بَابُ الصَّرْمِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ قَالَ: حَدَّثَنِي عُمَرُ بْنُ عُثْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَعِيدٍ الْمَخْزُومِيُّ، حَدَّثَنِي جَدِّي، عَنْ أَبِيهِ، وَكَانَ اسْمُهُ الصَّرْمَ، فَسَمَّاهُ النَّبِيُّ صلى الله عليه وسلم سَعِيدًا، قَالَ: رَأَيْتُ عُثْمَانَ رَضِيَ اللَّهُ عَنْهُ مُتَّكِئًا فِي الْمَسْجِدِ.
