আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৭২২
২৯৭- প্রবল বায়ু প্রবাহের সময় দুআ করা।
৭২২. হযরত আনাস (রাযিঃ) বলেন, যখন জোরে তুফান বহিত তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَتْ بِهِ “হে আল্লাহ্! উহার সহিত যে মঙ্গল তুমি প্রেরণ করিয়াছ তাহা তােমার দরবারে প্রার্থনা করিতেছি এবং উহার সহিত যে অমঙ্গল তুমি প্রেরণ করিয়াছ, উহা হইতে তােমার দরবারে আশ্রয় প্রার্থনা করিতেছি।”
بَابُ الدُّعَاءِ عِنْدَ الرِّيحِ
حَدَّثَنَا خَلِيفَةُ ، قَالَ : حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ ، قَالَ : حَدَّثَنَا الْمُثَنَّى ، هُوَ ابْنُ سَعِيدٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ أَنَسٍ ، قَالَ : " كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا هَاجَتْ رِيحٌ شَدِيدَةٌ ، قَالَ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا أُرْسِلَتْ بِهِ ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
