আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭২৩
২৯৭- প্রবল বায়ু প্রবাহের সময় দুআ করা।
৭২৩. হযরত সালামা হইতে বর্ণিত আছে, যখন হাওয়া জোরে বহিত তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেনঃ اللَّهُمَّ لاقِحًا ، لا عَقِيمًا “হে আল্লাহ! উহাকে ফলবতী কর, বন্ধ্যা (প্রতিপন্ন) করিও না।”
حَدَّثَنَا حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ ، قَالَ : حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، عَنْ يَزِيدَ ، عَنْ سَلَمَةَ ، قَالَ : " كَانَ إِذَا اشْتَدَّتِ الرِّيحُ ، يَقُولُ : اللَّهُمَّ لاقِحًا ، لا عَقِيمًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭২৩ | মুসলিম বাংলা