আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৭২১
২৯৬- দোয়ার ফযীলাত।
৭২১. হযরত মা'কাল ইবন ইয়াসার (রাযিঃ) বলেন, আমি একদা হযরত আবু বকর সিদ্দীক (রাযিঃ) সমভিব্যাহারে নবী করীম (ﷺ)-এর খিদমতে গিয়া উপস্থিত হইলাম। তখন তিনি বলিলেন ও আবু বকর, নিঃসন্দেহে শিরক পিপীলিকার পদচারণা হইতেওঁ সূক্ষভাবে তােমাদের মধ্যে লুকাইয়া থাকে। তখন আবু বকর (রাযিঃ) বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহর সাথে অপর কোন সত্তাকে উপাস্য মনে করা ছাড়াও অন্য কোন রকমের শিরকও আছে নাকি ? তখন নবী করীম (ﷺ) বলিলেনঃ যাহার হাতে আমার প্রাণ সেই সত্তার কসম, শিরক পিপীলিকার পদচারণা হইতেও সূক্ষ্মভাবে লুকায়িত থাকে। আমি কি তােমাকে এমন কিছু শিক্ষা দিব না যাহা তুমি বলিলে শিরকের অল্প ও বেশী সবই দূরীভূত হইয়া যাইবে? নবী করীম (ﷺ) বলিলেন, তুমি বলিবেঃ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لا أَعْلَمُ “হে আল্লাহ্! জ্ঞাতসারে তােমার সাথে শিরক করা হইতে আমি তােমার দরবারে আশ্রয় চাহিতেছি এবং যাহা আমার অজ্ঞাত তাহা হইতেও তােমার দরবারে ক্ষমা প্রার্থনা করিতেছি।”
حَدَّثَنَا عَبَّاسٌ النَّرْسِيُّ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ ، قَالَ : حَدَّثَنَا لَيْثٌ ، قَالَ : أَخْبَرَنِي رَجُلٌ مِنْ أَهْلِ الْبَصْرَةِ ، قَالَ : سَمِعْتُ مَعْقِلَ بْنَ يَسَارٍ ، يَقُولُ : " انْطَلَقْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا أَبَا بَكْرٍ ، لَلشِّرْكُ فِيكُمْ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ ، فَقَالَ أَبُو بَكْرٍ : وَهَلِ الشِّرْكُ إِلا مَنْ جَعَلَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ ؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : وَالَّذِي نَفْسِي بِيَدِهِ ، لَلشِّرْكُ أَخْفَى مِنْ دَبِيبِ النَّمْلِ ، أَلا أَدُلُّكَ عَلَى شَيْءٍ إِذَا قُلْتَهُ ذَهَبَ عَنْكَ قَلِيلُهُ وَكَثِيرُهُ ؟ قَالَ : قُلِ : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لا أَعْلَمُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ৭২১ | মুসলিম বাংলা