আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৬৭
১৭১- ছোট বালিকাকে চুমু খাওয়া
৩৬৭। হযরত হাসান (রাযিঃ) বলেন, পারত পক্ষে তুমি তোমার পরিবারের কাহারও চুলের দিকে দৃষ্টিপাত করিও না, তবে সে তোমার সহধর্মিণী বা ছোট্ট বালিকা হইলে ভিন্ন কথা।
حَدَّثَنَا مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ عَبْدِ اللهِ بْنِ خُطَّافٍ، عَنْ حَفْصٍ، عَنِ الْحَسَنِ قَالَ: إِنِ اسْتَطَعْتَ أَنْ لاَ تَنْظُرَ إِلَى شَعْرِ أَحَدٍ مِنْ أَهْلِكَ، إِلاَّ أَنْ يَكُونَ أَهْلَكَ أَوْ صَبِيَّةً، فَافْعَلْ.
