আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৬৮
১৭২- বালক-বালিকাদের মাথায় হাত বুলানো
৩৬৮। হযরত আব্দুল্লাহ্ ইব্ন সালামের পুত্র হযরত ইউসুফ বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) আমার নামকরণ করেন ইউসুফ । তিনি আমাকে তাঁহার কোলে বসান এবং আমার মাথায় হাত বুলান।
بَابُ مَسْحِ رَأْسِ الصَّبِيِّ
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي الْهَيْثَمِ الْعَطَّارُ قَالَ: حَدَّثَنِي يُوسُفُ بْنُ عَبْدِ اللهِ بْنِ سَلاَّمٍ قَالَ: سَمَّانِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يُوسُفَ، وَأَقْعَدَنِي عَلَى حِجْرِهِ، وَمَسَحَ عَلَى رَأْسِي.
