আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ৩৬৬
১৭১- ছোট বালিকাকে চুমু খাওয়া
৩৬৬। বুকায়র আব্দুল্লাহ্ ইব্ন জাফরকে দেখিতে পান যে, উমর ইব্ন আবু সালামার দুহিতা যয়নাবকে চুমু খাইতেছেন, তখন যায়নাবের বয়স দুই বৎসর বা কম-বেশী হইবে।
بَابُ قُبْلَةِ الرَّجُلِ الْجَارِيَةَ الصَّغِيرَةَ
حَدَّثَنَا أَصْبَغُ قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ رَأَى عَبْدَ اللهِ بْنَ جَعْفَرٍ يُقَبِّلُ زَيْنَبَ بِنْتَ عُمَرَ بْنِ أَبِي سَلَمَةَ، وَهِيَ ابْنَةُ سَنَتَيْنِ أَوْ نَحْوَهُ.
