আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২১০
১০৭- দাস কি মনিবকে ' প্রভু ' বলিয়া সম্বোধন করিবে ?
২১০. হযরত আবু হুরায়রা ( রা ) হইতে বর্ণিত আছে যে , নবী করীম ( সা ) ফরমাইয়াছেন ঃ তোমাদের কেহ কখনো ‘ আমার দাস ’ , ‘ আমার দাসী ’ বলিবে না এবং ক্রীতদাসও কখনও ‘ আমার প্রভু ’ , ‘ আমার প্রভু -- পত্নী ’ বলিবে না ; বরং বলিবে ‘ আমার বালক ’ , ‘ আমার বালিকা ’ , ‘ আমার মনিব ’ ‘ আমার মনিব - পত্নী ’ । কেননা তোমাদের সকলেই ( আল্লাহর ) দাস এবং প্রভু একমাত্র মহিমান্বিত ও প্রতাপান্বিত আল্লাহ্ তা'আলা ।
بَابُ هَلْ يَقُولُ‏:‏ سَيِّدِي‏؟‏
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، قَالَ‏:‏ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، وَحَبِيبٍ، وَهِشَامٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ‏:‏ عَبْدِي وَأَمَتِي، وَلاَ يَقُولَنَّ الْمَمْلُوكُ‏:‏ رَبِّي وَرَبَّتِي، وَلْيَقُلْ‏:‏ فَتَايَ وَفَتَاتِي، وَسَيِّدِي وَسَيِّدَتِي، كُلُّكُمْ مَمْلُوكُونَ، وَالرَّبُّ اللَّهُ عَزَّ وَجَلَّ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ২১০ | মুসলিম বাংলা