আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ২০৯
১০৬- আমার দাস’ বলিবে না
২০৯. হযরত আবু হুরায়রা ( রা ) বলেন নবী করীম ( সা ) ফরমাইয়াছেন : তোমাদিগকে কেহই যেন “ আমার দাস ” “ আমার দাসী ” না বলে , কেননা , তোমরা সকলেই আল্লাহর দাস এবং তোমাদের মহিলারাও আল্লাহর দাসী ; বরং বলিবে “ আমার গোলাম ” , “ আমার বাদী ” , “ আমার বালক ” , “ আমার বালিকা ” ।
بَابُ لا يَقُولُ‏:‏ عَبْدِي
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ قَالَ‏:‏ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ‏:‏ لاَ يَقُلْ أَحَدُكُمْ‏:‏ عَبْدِي، أَمَتِي، كُلُّكُمْ عَبِيدُ اللهِ، وَكُلُّ نِسَائِكُمْ إِمَاءُ اللهِ، وَلْيَقُلْ‏:‏ غُلاَمِي، جَارِيَتِي، وَفَتَايَ، وَفَتَاتِي‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ২০৯ | মুসলিম বাংলা