আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ২১১
১০৭- দাস কি মনিবকে ' প্রভু ' বলিয়া সম্বোধন করিবে ?
২১১. মাতরাফ তাঁহার পিতার প্রমুখাৎ বলেন যে , তিনি বনু আমের গোত্রের প্রতিনিধিদলভুক্ত হইয়া নবী করীম ( সা ) -এর খেদমতে যান । তখন প্রতিনিধিদল নবী করীম ( সা ) -কে সম্বোধন করিয়া বলেন : “ আপনি আমাদের প্রভু ! ” তিনি ফরমাইলেনঃ প্রভু তো আল্লাহ্ তা'আলা । তাঁহারা তখন বলিলেন : গুণে গরিমায় ও মানে - মর্যাদায় আপনি আমাদের সেরা পুরুষ । তখন তিনি ফরমাইলেন : তোমাদের ভাষায় তোমরা যাহাই বল , শয়তান যেন তোমাদের কাছে ঘেঁষিতে না পারে , সেদিকে লক্ষ্য রাখিও ।
بَابُ هَلْ يَقُولُ: سَيِّدِي؟
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرُ بْنُ الْفَضْلِ، قَالَ: حَدَّثَنَا أَبُو مَسْلَمَةَ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ مُطَرِّفٍ قَالَ: قَالَ أَبِي: انْطَلَقْتُ فِي وَفْدِ بَنِي عَامِرٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالُوا: أَنْتَ سَيِّدُنَا، قَالَ: السَّيِّدُ اللَّهُ، قَالُوا: وَأَفْضَلُنَا فَضْلاً، وَأَعْظَمُنَا طَوْلاً، قَالَ: فَقَالَ: قُولُوا بِقَوْلِكُمْ، وَلاَ يَسْتَجْرِيَنَّكُمُ الشَّيْطَانُ.
