আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৭৮
৯৩- দাসের গালে যে চপেটাঘাত করে তাহার উচিৎ তাহাকে স্বেচ্ছাপ্রনোদিতভাবে আযাদ করা
১৭৮. মু'আবিয়া ইবন সুয়েদ ইবন মুকাররিন (রাযিঃ) বলেন, আমাদের একজন গােলামকে আমি চপেটাঘাত করিলাম। গােলামটি পলাইয়া গেল। তখন আমার পিতা আমাকে ডাকাইলেন এবং বলিলেন, আমি একটি ঘটনা শুনাই। আমরা মুকাররিন (রাযিঃ)-এর সন্তান ছিলাম। আমাদের একটি দাসী ছিল। আমাদের মধ্যকার একজন তাহাকে একদা চপেটাঘাত করিল। নবী করীমের দরবারে এ প্রসঙ্গটি উত্থাপিত হইল। তিনি বলিলেন, তাহাদিগকে বল উহাকে আযাদ করিয়া দিতে। তখন নবী করীম (ﷺ)-কে হইল যে, ঐ দাসীটি ছাড়া যে উহাদের আর কোন খাদেম নাই! ফরমাইলেন, তাহা হইলে আপাতত তাহারা উহাকে তাহাদের কাজে রাখুক, তারপর যখন উহার উপর নির্ভরশীলতা শেষ হইয়া যাইবে, তখন যেন উহাকে আযাদ করিয়া দেয়।
بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقْهُ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ‏:‏ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ قَالَ‏:‏ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ قَالَ‏:‏ حَدَّثَنِي مُعَاوِيَةُ بْنُ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ قَالَ‏:‏ لَطَمْتُ مَوْلًى لَنَا فَفَرَّ، فَدَعَانِي أَبِي فَقَالَ لَهُ‏:‏ اقْتَصَّ، كُنَّا وَلَدَ مُقَرِّنٍ سَبْعَةً، لَنَا خَادِمٌ، فَلَطَمَهَا أَحَدُنَا، فَذُكِرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ‏:‏ مُرْهُمْ فَلْيُعْتِقُوهَا، فَقِيلَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم‏:‏ لَيْسَ لَهُمْ خَادِمٌ غَيْرَهَا، قَالَ‏:‏ فَلْيَسْتَخْدِمُوهَا فَإِذَا اسْتَغْنَوْا خَلُّوا سَبِيلَهَا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৭৮ | মুসলিম বাংলা