আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
হাদীস নং: ১৭৭
৯৩- দাসের গালে যে চপেটাঘাত করে তাহার উচিৎ তাহাকে স্বেচ্ছাপ্রনোদিতভাবে আযাদ করা
১৭৭. হযরত ইবন উমর (রাযিঃ) বলেন আমি নবী করীম (ﷺ) কে বলিতে শুনিয়াছিঃ যে তাহার গােলামকে চপেটাঘাত করিল অথবা শরীআত নির্ধারিত শাস্তিযােগ্য অপরাধ ব্যক্তিরেকেই তাহাকে প্রহার করিল, তাহার কাফফারা হইল তাহাকে আযাদ করিয়া দেওয়া।
بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقْهُ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، وَمُسَدَّدٌ، قَالاَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ زَاذَانَ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ: مَنْ لَطَمَ عَبْدَهُ أَوْ ضَرَبَهُ حَدًّا لَمْ يَأْتِهِ، فَكَفَّارَتُهُ عِتْقُهُ.
