আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৭৬
৯৩- দাসের গালে যে চপেটাঘাত করে তাহার উচিৎ তাহাকে স্বেচ্ছাপ্রনোদিতভাবে আযাদ করা
১৭৬. হেলাল ইবন ইউসাফ বলেনঃ সূয়েদ ইবন মুকাররিন (রাযিঃ)এর বাড়ীতে আমরা কাপড় বিক্রয় করি। এক জনৈকা কাজী বাড়ী হইতে বাহির হইয়া একজনকে কি একটা কটুবাক্য বলি। তখন ঐ ব্যক্তি (উত্তেজিত হইয়া) তাহাকে চপেটাঘাত করিল। তখন সুয়েজ ইন মুকাররিন (রাযিঃ) বলিলেনঃ তুমি কি তাহার গালে চপেটাঘাত করিলে ? আমি ছিলাম সাতজনের মধ্যে একজন, আমাদের সাতজনের একটি মাত্র দাসী ছিল। তন্মকে একজন ঐ ফাসটকে চপেটাঘাত করিল, তখন নবী করীম (ﷺ) তাহাকে আযাদ করিয়া দিতে নির্দেশ দিলেন।
بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقْهُ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا آدَمُ، قَالَ‏:‏ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ‏:‏ حَدَّثَنَا حُصَيْنٌ قَالَ‏:‏ سَمِعْتُ هِلاَلَ بْنَ يَسَافٍ يَقُولُ‏:‏ كُنَّا نَبِيعُ الْبَزَّ فِي دَارِ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ، فَخَرَجَتْ جَارِيَةٌ فَقَالَتْ لِرَجُلٍ شَيْئًا، فَلَطَمَهَا ذَلِكَ الرَّجُلُ، فَقَالَ لَهُ سُوَيْدُ بْنُ مُقَرِّنٍ‏:‏ أَلَطَمْتَ وَجْهَهَا‏؟‏ لَقَدْ رَأَيْتُنِي سَابِعَ سَبْعَةٍ وَمَا لَنَا إِلاَّ خَادِمٌ، فَلَطَمَهَا بَعْضُنَا، فَأَمَرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يُعْتِقُهَا‏.‏
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
আল-আদাবুল মুফরাদ - হাদীস নং ১৭৬ | মুসলিম বাংলা