আল-আদাবুল মুফরাদ- ইমাম বুখারী রহঃ

আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ১৭৯
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
৯৩- দাসের গালে যে চপেটাঘাত করে তাহার উচিৎ তাহাকে স্বেচ্ছাপ্রনোদিতভাবে আযাদ করা
১৭৯. শুবা বলেন, মুহাম্মাদ ইবন মুনকাদির আমাকে জিজ্ঞাসা করিলেন । তােমার নাম কি হে ? আমি বলিলামঃ শুবা। তিনি বলিলেন আবু শুবা আমার নিকট সুয়েদ ইবন মুকরিন আল-মুযনীর প্রমুখাৎ বর্ণনা করেন যে, তিনি একদা এক ব্যক্তিকে তাহার গােলামকে চপেটাঘাত করিতে দেখিলেন। তখন তিনি বলিলেন, তুমি কি জান না যে, মুখমণ্ডল সম্মানিত স্থান ? আমি ছিলাম সাত ভাইয়ের মধ্যে সপ্তম ভাই। তখন ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগ। আমাদের একটি মাত্র খাদেম ছিল। আমাদের মধ্যকার একজন সেই খাদেমটিকে একদিন চপেটাঘাত করিল। রাসূলুল্লাহ (ﷺ) তখন গােলামটিকে আযাদ করিয়া দিতে নির্দেশ দিলেন।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ مَنْ لَطَمَ عَبْدَهُ فَلْيُعْتِقْهُ مِنْ غَيْرِ إِيجَابٍ
حَدَّثَنَا عَمْرُو بْنُ مَرْزُوقٍ، قَالَ‏:‏ أَخْبَرَنَا شُعْبَةُ قَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ‏:‏ مَا اسْمُكَ‏؟‏ فَقُلْتُ‏:‏ شُعْبَةُ قَالَ‏:‏ حَدَّثَنِي أَبُو شُعْبَةَ، عَنْ سُوَيْدِ بْنِ مُقَرِّنٍ الْمُزَنِيِّ، وَرَأَى رَجُلاً لَطَمَ غُلاَمَهُ، فَقَالَ‏:‏ أَمَا عَلِمْتَ أَنَّ الصُّورَةَ مُحَرَّمَةٌ‏؟‏ رَأَيْتُنِي وَإِنِّي سَابِعُ سَبْعَةِ إِخْوَةٍ، عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم، مَا لَنَا إِلاَّ خَادِمٌ، فَلَطَمَهُ أَحَدُنَا، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نُعْتِقَهُ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান